রাজধানীর কদমতলী জুরাইন এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে জুরাইনের কমিশনার রোডে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ট্রাক চাপায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ট্রাক চাপায় রাসেল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।