রেফারির শেষ বাঁশি বাজার পর আনন্দে আত্মহারা এভারটন। সেই আনন্দে সামিল হতে মাঠেই নেমে পড়ে তাদের সমর্থকরা। দেখে মনে হবে যেন কোনো শিরোপা জয়ের উল্লাস চলছে। কিন্তু না, এই উন্মাদনা রেলিগেশন এড়ানোর জন্য, এই উচ্ছ্বাস আগামী মৌসুমে আবারও প্রিমিয়ার লিগে খেলতে পারার।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হারলেই ৬৮ বছর পর অবনমনের শঙ্কা আরও তীব্র হতো এভারটনের। ঘরের মাঠ গুডিসন পার্কে ম্যাচের ৩৬ মিনিটের ভেতরই ২-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। তবে বিরতির পরই নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৫৪ মিনিটের ব্যবধান ২-১ করেন মাইকেল কিন। ৭৫ মিনিটে সমতা ফেরান রিচার্লিসন। এর ১০ মিনিট পরই দারুণ এক গোলে এভারটনকে খাদের কিনারা থেকে তুলে ফেলেন ডমিনিক ক্যালভার্ট লুইন।
ম্যাচ শেষ হওয়ার পর এভারটন সমর্থকদের আর থামায় কে। প্রায় আধঘণ্টা যাবৎ পুরো মাঠ জমিয়ে রাখে তারা। প্যালেস কোচ প্যাট্রিক ভিয়েরাকে বিরক্ত করে লাথিও খান এক সমর্থক। ৩৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টফিদের অবস্হান এখন ১৬ নম্বরে। আগামীকাল শেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে হারলেও ক্ষতি নেই তাদের। রেলিগেশন লড়াইটা এখন বার্নলি (১৭) ও লিডস ইউনাইটেডের মধ্যে (১৮)। দুই দলের পয়েন্ট সমান থাকলেও গোলগড়ে এগিয়ে থাকায় উপরে আছে বার্নলি।
এদিকে, লেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে তিন নম্বর স্হান নিশ্চিত করেছে চেলসি। ৩৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭১। আগামীকাল জমজমাট শেষ রাউন্ড অপেক্ষা প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার সিটি নাকি লিভারপুল? শিরোপা লড়াইয়ের মীমাংসা হবে আজ।