বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে সেবার মান সমুন্নত রাখার নির্দেশ 

আপডেট : ২২ মে ২০২২, ০৮:০৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে সেবার মান সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।  গত শুক্রবার ( ২০ মে) কনস্যুলেট পরিদর্শনকালে কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। 

এসময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অর্থনৈতিক ও সাংস্কৃতিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। 

এছাড়া তিনি কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের প্রক্রিয়া বেগবান করার জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। 

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠকে সরকারের জনবান্ধব সেবাকে আরও মানসম্মত ও দ্রুততার সঙ্গে প্রদানের পরামর্শ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ স্থায়ী প্রতিনিধি মো. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করার উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফর করছেন। 

ইত্তেফাক/এএএম