সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে কওছার গাইন (২৮) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২১ মে) বিকাল সাড়ে চারটার দিকে সুন্দরবনের খেজুরদানা এলাকায় মধু সংগ্রহের সময় ওই মৌয়াল বাঘের হামলার শিকার হন। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত মৌয়াল কওছার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক গাইনের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বর আবু হাসার ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, বুড়িগোয়ালিনী বন অফিস হতে পাশ নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের হামলায় কাওছারের মৃত্যু হয়েছে। তবে তার লাশ উদ্ধার করা যায়নি। স্থানীয় মেম্বর আবু হাসান জানান, ১৪ বছর আগে কাওছারের পিতারও বাঘের আক্রমণে মৃত্যু হয়েছিল।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, বাঘের আক্রমণের শিকার কাওছারের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। বন-বিধি মতে বাঘের কবলে নিহত ব্যক্তির নিহতের ছবি পেলে পরিবারকে তিন লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে।