নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আঁখি খাতুনকে পুনরায় জমি বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সিরাগঞ্জের শাহাদপুর থেকে সাব রেজিস্ট্রার বাফুফেতে এসে জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুনের কাছ থেকে জমি বরাদ্দের কাগজপত্রে স্বাক্ষর করিয়ে নিয়ে যান। জানিয়ে দেওয়া হয় আঁখি খাতুনকে পাঁচ কাঠা জমি দিয়েছে সরকার। যেটা বাস্তবায়ন হচ্ছে সিরাগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে।
জমির দলিলে স্বাক্ষর করানোর সময় আঁখির বাবা উপস্হিত ছিলেন। আজ সিরাগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি বুঝিয়ে দেওয়া হবে। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ফুটবলে তার অবদান এবং তার পরিবারের কথা বিবেচনা করে তিন বছর আগে সিরাজগঞ্জে আঁখিকে প্রধানমন্ত্রীর নিদের্শনায় জমি দেওয়া হয়েছিল। কিন্তু সেই জমি নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার জমি অন্যরা দখল করে নেয়। আঁখি বিষয়টি বাফুফে সভাপতির কাছে জানায়। পরে আঁখি খাতুনের জন্য সেখানকার জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি। সেই ধারাবাহিকতায় আজ আঁখির বাবার কাছে জমি বরাদ্দ দেওয়া হবে।
সোহাগ বলেন, ‘জমিটি একটি জলশয়ের মধ্যে রয়েছে। আমরা চাই জমিটি যেন ব্যবহার উপযোগী করে দেওয়া হয়।’