শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মান্দায় মাদকসহ গ্রেফতার ৯ 

আপডেট : ২২ মে ২০২২, ১৩:২৫

নওগাঁর মাদকসহ নয়জনকে গ্রেফতার পুলিশ। শনিবার (২১ মে) রাতে মান্দা উপজলোর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।        

গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজলোর সাহাপুর গ্রামের নুর মোহাম্মদ মেহেদী (৪০), গনেশপুর মধ্যপাড়া গ্রামের দুলাল হোসেন (৩২), গনশেপুর গ্রামের দুলাল সরদার (৩২), গোবন্দিপুর গ্রামের আজিজুল হক (৩৬), কদমতলী গ্রামের জুয়েল রানা (৩২), কালসিফা পশ্চিমপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪), তালপাতিলা গ্রামের শহিদুল ইসলাম (৪০), দেলওয়ার হোসেন (৩৮) ও আলাউদ্দিন (৪৫)।      

ওসি শাহিনুর রহমান জানান, গতরাতে অভিযান চালিয়ে ওয়ারন্টেভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ফেন্সিডিল ও ট্যাপন্ডোল ট্যাবলটেসহ আটক চারজনরে বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।       

ইত্তেফাক/এআই