শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাঙ্কিপক্স প্রতিরোধে হিলি স্থলবন্দরে সতর্কতা  

আপডেট : ২৩ মে ২০২২, ১৬:২৭

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মাঙ্কিপক্সের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৩ মে) থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ইমিগ্রেশন চেকপোস্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সতর্কতা জারি করে।   

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, ‘বাংলাদেশ ও ভারতে চলাচল করা পাসপোর্টধারী যাত্রীরা করোনার দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ টিকার সনদ নিয়ে চলাচল করছেন। সোমবার সকাল থেকে মাঙ্কিপক্স সংক্রমণ প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইমিগ্রেশন চেকপোস্টে কার্যক্রম শুরু করেছে। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে দুই শতাধিক পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ও ভারতে চলাচল করছেন।'

ভারত থেকে আসা কয়েকজন পাসপোর্টধারী যাত্রী বলেন, দেশে ফেরার সময় ভারত হিলি ইমিগ্রেশনে মাঙ্কিপক্স রোধে মেডিক্যাল টিম দেখা যায়নি। আমাদের এ ব্যাপারে কেউ কিছু বলেনি। এপারে (হিলিতে) আসার পর স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিম আমাদের শারীরিক পরীক্ষা করে যাওয়ার অনুমতি দিচ্ছেন।  

হিলি স্থলবন্দরের স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‌‘হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। ফলে মাঙ্কিপক্স সংক্রমণ দেশে ঢোকার আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিন ভারতীয় দুই শতাধিক পণ্যবাহী ট্রাকের ৪০০ চালক ও হেলপার পণ্য নিয়ে দেশে আসছেন।’

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বলেন, ‘সোমবার সকাল থেকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য সহকারীর নেতৃত্বে মেডিক্যাল টিম কার্যক্রম শুরু করেছে। ফলে বাংলাদেশ ও ভারতে যারা পাসপোর্টে আসা-যাওয়া করছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোনো যাত্রীর শরীরে জ্বর, সর্দি-কাশি, মাথা ব্যথা, হাড়ে ব্যথা ও শরীরে ফোসকা আছে কিনা, তা লক্ষ করা গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হবে। তবে যেহেতু এশিয়া অঞ্চলে এই সংক্রমণ পাওয়া যায়নি, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

ইত্তেফাক/এআই