দিনাজপুরের ফুলবাড়ীতে সরবরাহ স্বাভাবিক হওয়াসহ বৃদ্ধির কারণে দুদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে ২০ থেকে ২৫ টাকা। দুদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ প্রকারভেদে বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে। একই মরিচ এখন প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে।
মঙ্গলবার (২৪ মে) সকালে ফুলবাড়ী পৌরবাজারে কাঁচা মরিচ কিনতে আসা নারায়ণ শর্মা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। এতে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। তবে এর মধ্যে একটু আশার আলো দেখা দিয়েছে কাঁচা মরিচের দামে। গত দুদিন আগেও যে কাঁচা মরিচ ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেই মরিচ আজ বিক্রি হচ্ছে প্রকারভেদে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। কেজিতে ২০ থেকে ২৫ টাকা কমেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, উপজেলার পৌর এলাকাসহ সাত ইউনিয়নে ১১০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মরিচ চাষ করা হয়েছে। প্রথম দিকে আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের আবাদ ও ফলন ভালো হয়েছে। এতে কৃষকরা লাভবান হয়েছেন।