মাধবপুর উপজেলার ধর্মঘর-জগদীশপুর এলজিইডির সড়কের কৃষ্ণপুরে নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তাটি পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে যাওয়ায় আঞ্চলিক এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়ে মই বেয়ে নির্মাণাধীন সেতু দিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ।
২০২০ সালের এপ্রিল মাসে পুরোনো সেতুটি ভেঙে পুনরায় নির্মাণকাজ করা হয়| ঐ সময় জনসাধারণের চলাচলের জন্য একটি কাঠের সেতু ও বিকল্প রাস্তা নির্মাণ করে দেওয়া হয়। নির্মাণকাজ ২০২১ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে মাত্র।
উপজেলার বহরা ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন জানান, বিকল্প সড়ক ও কাঠের সেতুটি নামমাত্র করার কারণে সাম্প্রতিক পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে। এ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় কয়েকটি ইউনিয়নের হাজার হাজার জনগণ দুর্ভোগে পড়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহআলম ভূঁইয়া জানান, ভারী বৃষ্টির কারণে বিকল্প সেতু ও রাস্তাটি ভেঙে যাওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত বিকল্প সেতু নির্মাণসহ মূল সেতুর নির্মাণকাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।