টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান লিটন দাস। গত নভেম্বরে পাকিস্তান সিরিজ থেকে সাদা পোশাকে ছুটিয়ে যাচ্ছেন রানের ফোয়ারা। শ্রীলঙ্কা সিরিজেও ধরে রাখেন সেই ধারাবাহিকতা। চট্টগ্রাম টেস্টে মূল্যবান ৮৮ রান আসে তার ব্যাট থেকে। এর ফলস্বরূপ ব্যাটিং র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।
উন্নতি হয়েছে চট্টগ্রামে ১০৫ রান করা মুশফিকুর রহিমেরও। চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে তিনি। চট্টগ্রাম টেস্ট আরেক সেঞ্চুরিয়ান তামিম ইকবালই বা বাদ যাবেন কেন? ১৩৩ রান করা এই ব্যাটসম্যান ছয় ধাপ প্রমোশন পেয়ে আছেন ২৭ নম্বরে।
বোলিং র্যাংর্কিংয়ে সবচেয়ে বড় উন্নতিটা নাইম হাসানের। ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করা এই অফ স্পিনার এগিয়েছেন ৯ ধাপ, আছেন ৫৩ নম্বরে। তাছাড়া ৩০ থেকে ২৯-এ উঠেছেন সাকিব আল হাসান। ব্যাটিং ও বোলিং র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও প্যাট কামিন্স।