শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ধনাগোদা বেড়িবাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৬ মে ২০২২, ২১:১২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টা থেকে উদ্দমদী পাম্প হাউস থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। এ সময় উদ্দমদী পাম্প হাউস থেকে জনতা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান, মতলব উত্তর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াহেদুর রহমান ভূঁইয়া, রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ, উপ-সহকারী প্রকৌশলী সালাউদ্দিন, জামাল হোসেন, আতিকুর রহমান, তন্ময়, আলমাছ মিয়া, আবুল হাসনাত, সার্ভেয়ার তানজিলুর রহমান প্রমুখ।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ৫ হেক্টর ভূমি উদ্ধার হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/ইউবি