বরিশাল ক্যাডেট কলেজের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল চালক মাওলানা আকতার হোসেন (৪৫) উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গুগীরকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে বিএনপির সমাবেশ শেষে করে বাড়ির দিকে রওনা হন আকতার হোসেন। পথিমধ্যে ক্যাডেট কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।