ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হিসেবে হুসাইন আল-শেখকে নিয়োগ দিয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াফা একথা জানায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
মরহুম সায়েব ইরাকাত বছরের পর বছরে ধরে এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসরাইলের সাথে বর্তমানে মৃতপ্রায় শান্তি আলোচনায় পিএলও’র প্রধান আলোচকেরও দায়িত্ব পালন করেন।
ইরাকাত ২০২০ সালে করোনাভাইরাসজনিত জটিলতায় মারা যান।
ফিলিস্তিন কর্তৃপক্ষের বেসামরিক বিষয়ক মন্ত্রী হুসাইন আল- শেখকে আব্বাসের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে দেখা হচ্ছে।
আব্বাসের ফাত্তাহ আন্দোলনের একজন ঝানু নেতা হিসেবে তিনি বিদেশি কূটনীতিক ও ইসরাইলের সাথে সম্পর্ক উন্নত করেন। তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সাথে বৈঠকও করেন।