দিনাজপুরের ফুলবাড়ীতে হঠাৎ করে বেড়েছে শুকনো মরিচের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি শুকনো মরিচের দাম বেড়েছে ৭০-৯০ টাকা। বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
ফুলবাড়ী পৌরসভার পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বগুড়ার শুকনো মরিচ এক সপ্তাহ আগে দাম ছিল ১৬০ টাকা। সেই মরিচ এখন ২২০-২২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একইভাবে পঞ্চগড়ের শুকনো মরিচ কেজিতে ছিল ১৬০ টাকা, এখন ২৪০-২৫০ টাকা কেজি আর ২৮০ টাকা কেজির কারেন্ট জাতের মরিচ বিক্রি হচ্ছে ৩১৫-৩২০ টাকা দরে।
আজাহার আলী নামের এক রিকশাচালক বলেন, শুধু মরিচ নয়, সবজি বাজারে সব পণ্যের দামই চড়া।
পৌর বাজারের খুচরা সবজি ব্যবসায়ী সুব্রত সরকার, সামসুল ইসলাম ও মন্টু মিয়া বলেন, পাইকারদের কাছ থেকে বেশি দামে শুকনো মরিচ কিনতে হওয়ায় বেশি দামে বিক্রি করছি।
পাইকার সবজি ব্যবসায়ী সুমা ভান্ডারের স্বত্বাধিকারী মোজাফ্ফর হোসেন ও শ্রী কৃষ্ণ ভান্ডারের স্বত্বাধিকারী বিধান দত্ত বলেন, বাজারে সরবরাহ কম থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে বেশি দামে শুকনো মরিচ কিনতে হচ্ছে। তাই বাজারে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে| সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে।