শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একই স্থানে যুবদল-ছাত্রলীগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

আপডেট : ৩০ মে ২০২২, ১৩:১১

ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে দানার হাট ঈদগাঁ মাঠে একই স্থানে যুবদল ও ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো: শামসুজ্জোহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ওই স্থানে  ৩০ মে একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দ্বি-বার্ষিক সম্মেলন ও বাংলাদেশ ছাত্রলীগ ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। একই স্থানে একই তারিখে পক্ষদ্বয় কর্তৃক কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে তাদের মধ্যে বিরোধ সর্বোচ্চ মাত্রায় উপনীত হয়। পক্ষ দুটির মধ্যে সাংঘর্ষিক অবস্থানের কারণে পরিস্থিতি চরম অবনতিসহ সাধারণ মানুষের প্রাণনাশের সমূহ সম্ভাবনা বিদ্যমান ও ফলে চরম বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তাই একই স্থানে যুবদল-ছাত্রলীগ সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাঁও মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম