বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মন্ত্রীর ঠিকানায় মিললো আড়াই কোটি টাকা, ১৩৩ সোনার মোহর

আপডেট : ০৭ জুন ২০২২, ২১:১৭

ভারতে গত ৩০ মে বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে আম আদমি পার্টির (আপ) নেতা তথা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রকে গ্রেফতার করা হয়। এর পর গতকাল দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লীর এই মন্ত্রীর একাধিক ঠিকানায় অভিযান চালায়। 

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তল্লাশি অভিযান চালিয়ে ১৩৩টি সোনার মোহর উদ্ধার করা হয়েছে। এছাড়া নগদ ২ কোটি ২৩ লাখ রুপিও (বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটির বেশি) উদ্ধার করা হয়েছে বলে ইডি-র তরফে জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, সত্যেন্দ্রকে ৯ জুন পর্যন্ত ইডি-র হেফাজতে রাখার নির্দেশ দেন দেশটির আদালত। ইডি-র তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দিল্লি এবং আশপাশের এলাকার কিছু বাড়ি, দফতর এবং সোনার দোকানে হানা দিয়ে হিসাব বহির্ভূত নগদ এবং স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়।  

ইডি জানিয়েছে, যেসব ঠিকানায় অভিযান করা হয়েছে তার মধ্যে রয়েছে সত্যেন্দ্রর স্ত্রী পুনম, তার ব্যবসায়িক সহযোগী অঙ্কুশ জৈন, বৈভব জৈন, নবীন জৈন এবং সিদ্ধার্থ জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক), জিএস মাথারু (প্রুডেন্স গ্রুপের পরিচালনা সংস্থা লালা শের সিংহ জীবন বিজ্ঞান ট্রাস্টের চেয়ারম্যান) স্কুলের), যোগেশ কুমার জৈন (রাম প্রকাশ জুয়েলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক)। 

লালা শের সিংহ জীবন বিজ্ঞান ট্রাস্টের মাধ্যমে সত্যেন্দ্র এবং তার সহযোগীদের নামে নিয়ম বহির্ভূত ভাবে জমি হস্তান্তর হয়েছিল বলেও দাবি ইডি-র।

আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল মঙ্গলবার ফের অভিযোগ করেছেন, দিল্লি এবং পঞ্জাবে তাঁর দলের সরকারের মন্ত্রীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে কেন্দ্রীয় সরকার। 

ইত্তেফাক/এসআর