শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাজীগঞ্জে ব্রিজে গর্ত চলাচলে দুর্ভোগ

আপডেট : ০৯ জুন ২০২২, ১৯:৪৫

চাঁদপুরের হাজীগঞ্জে ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর রাজনারায়ণ খালের ওপর নির্মিত ব্রিজের মাঝখান ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয়দের। 

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার করা হচ্ছে না। তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ব্রিজটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

সরেজমিন দেখা যায়, সড়কটি দিয়ে প্রতি দিন পিকআপ ভ্যান, সিএনজিচালিত স্কুটার, রিকশা, অটোবাইক, মোটরসাইকেল, মিশুক, সাইকেলসহ ছোটবড় বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল জানান, জগন্নাথপুর রাজনারায়ণ খালের ওপর ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। 

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান জানান, পুরোনো হওয়ায় ব্রিজটির স্থায়িত্ব কিছুটা নষ্ট হয়ে গেছে। এটি নতুন করে নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

ইত্তেফাক/এআই