শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশের ভাবনায় জয়

আপডেট : ১১ জুন ২০২২, ১০:৩০

বাহরাইনের চেয়ে তুর্কমেনিস্তান শক্তিতে অনেকটাই পিছিয়ে। কিন্তু বাংলাদেশের চেয়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে তারা। এশিয়ান কাপ বাছাইপর্বে আজ তাদের বিপক্ষে ভিন্ন কিছু করার চেষ্টায় রয়েছে জামাল ভূঁইয়ার দল। সেই আত্মবিশ্বাসটা এনে দিয়েছে বাহরাইনের বিপক্ষে ২-০ ব্যবধানে হার। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই উপহার দেওয়ার পাশাপাশি এখন জয়ের কথাও ভাবছে বাংলাদেশ। মালয়েশিয়া জাতীয় স্টেডিয়ামে আজ দুপুর ৩টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ।

বাহরাইনের মতো তুর্কমেনিস্তানের বিপক্ষেও বাছাইয়ের আগে একবারই দেখা হয়েছে বাংলাদেশের। ২০০২ বুসান এশিয়ান গেমসে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছিল তুর্কমেনিস্তান। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছিলেন মোহাম্মদ সুজন। সেই তুর্কমেনিস্তান এখনও বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ। তাই বলে জয় পাওয়াটা অসম্ভব নয় বলে জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

শুক্রবার (১০ জুন) মালয়েশিয়ায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জোর দিয়েই বললেন, ‘অবশ্যই আমরা জিততে চাই। আর সেটা অসম্ভব নয়। আমরা গত ম্যাচে বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছি। আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ফলে আমরা জয়ের কথাই ভাবছি।’

বাংলাদেশের বিপক্ষে খেলার আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ হেরেছে তুর্কমেনিস্তান। যদিও মালয়েশিয়ার থেকে র‌্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়ে তারা। তাই এই হারের পর আত্মবিশ্বাস কিছুটা হলেও নিম্নমুখী থাকবে তাদের। সেই ম্যাচের ভিডিও দেখে তাদের দুর্বলতা খুঁজে বের করেছেন কাবরেরা, ‘মালয়েশিয়ার বিপক্ষে তুর্কমেনিস্তানের পারফরম্যান্সও পর্যালোচনা করেছি। ফিফা র‌্যাংকিংয়ের দিক থেকে তারা খুবই শক্তিশালী, আমাদের চেয়ে ৫৪ ধাপ এগিয়ে। কিন্তু আমি মনে করি, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে তাদের কিছু সমস্যা হয়েছিল এবং সেটা মালয়েশিয়ার শুরুটা দারুণ ছিল বলে।’

গত দুই ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আজকেও তাকে আবার দলের রক্ষাকর্তা হতে হবে। তবে জিততে হলে গোলের প্রয়োজন। কিন্তু প্রতিপক্ষের জাল খুঁজে পাওয়ার মতো ভরসাপ্রতিম এখনো কেউ উঠেননি। চোট ও নানান কারণ মিলিয়ে বাংলাদেশ দলে এখন স্ট্রাইকার সংকট। মূল একাদশে খেলা সাজ্জাদ হোসেনের অভিজ্ঞতা কেবল দুই ম্যাচের। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া বলছেন সাহসটা জরুরি, ‘আমি বিশ্বাস করি আমরা জিততে পারব। জয়ের ইচ্ছা, সাহস আর আত্মবিশ্বাস থাকতে হবে। তাহলে আমাদের ভালো সুযোগ আছে বলব। জিততে হলে আমাদের গোল করা ছাড়া বিকল্প নেই। আমি মনে করি, এই জায়গায় আমাদের উন্নতির বেশি সুযোগ আছে। গতকাল দলের সবাইকে খুশি দেখেছি, তুর্কমেনিস্তান ম্যাচের জন্য প্রস্ত্তত সবাই।’

তুর্কমেনিস্তান কোচ সাইদ সেইদোর কাছে বাংলাদেশ অপরিচিত বটে। তবে বাহরাইনের বিপক্ষে জামালদের খেলা দেখে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কথা ভাবছেন না তিনি, ‘গত ম্যাচে আমরা ভুল করেছি। কাল ভালো খেলব আশা করি। কারণ, এই ম্যাচের ৩ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। বাংলাদেশ অবশ্যই বিপজ্জনক হতে হতে পারে। গত ম্যাচে দেখেছি বাংলাদেশকে। তবে বাংলাদেশ সম্পর্কে বেশি তথ্য নেই আমাদের কাছে।’

ইত্তেফাক/টিএ