শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পদ্মা সেতুর উদ্বোধন দেশের মানুষের জন্য বড় চমক: চিফ হুইপ

আপডেট : ১১ জুন ২০২২, ১৬:১৯

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধন দেশের মানুষের জন্য বড় চমক। আগামী ২৫ জুন প্রতিটি জেলায় একসঙ্গে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব উদযাপিত হবে।

শনিবার (১১ জুন) সকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে। এত মানুষের সার্বিক উপস্থিতি ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া পদ্মা সেতু উদ্বোধনের পরও ৩০ জুন পর্যন্ত সভাস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে উৎসবমুখর অনুষ্ঠান হবে পদ্মা সেতুর উদ্বোধনের দিনে। দেশের ১৭ কোটি মানুষই সেদিন পদ্মা সেতুর জনসভায় যুক্ত হবে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ মহোদয়। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেভাবেই নৌ-পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। আজও তিনি ঘাট ব্যবস্থাপনা দেখিয়ে দিলেন। তিন শতাধিক বড়-মাঝারি লঞ্চ এই জনসভায় আসবে। সেগুলোর ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দিলেন।’

সেতু চালু হলে নৌযান শ্রমিকদের কী হবে সে বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী  বলেন, ‘শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন এ দেশে কেউ বেকার রবে না। সবারই কর্মসংস্থান হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএমসহ আরও অনেকে । 

ইত্তেফাক/এমএএম