শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি

আপডেট : ১৫ জুন ২০২২, ২০:৪৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশনসহ পাঁচটি পৌরসভা ও ১৭৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। বুধবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের তেমন কোনো অভিযোগ করতে একেবারেই শুনিনি। তবে ক্ষেত্রবিশেষে কোনো একজন–দুজন ভোটার বলেছেন, তাঁদের অসুবিধা হচ্ছিল।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। দুটি কেন্দ্রে বৃষ্টির কারণে একটু বিঘ্ন ঘটছে। বাকি কেন্দ্রগুলোতে কমবেশি ৬০ শতাংশ ভোট পড়েছে। 

ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট ভালোভাবেই হয়েছে দাবি করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, তবে কেউ কেউ বলেছেন, তাঁদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ করেছি, যাঁরা একটু বয়োবৃদ্ধ, তাঁদের কারও কারও একটু অসুবিধা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি