দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে ভারতীয় চালের গোডাউনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় চাল মজুদ ও পোকানাশক স্প্রে করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি স্থলবন্দরের ব্যবসায়ী নবিবুল ইসলাম ভারতীয় আমদানি করা চাল বাজারে সরবরাহ না করে ৯-১০ মাস ধরে তার নিজস্ব গোডাউনে মজুদ করেন। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে বন্দরের পালপাড়া এলাকায় নবিবুলের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় চালে পোকানাশক কীটনাশক ওষুধ ছিটিয়ে স্প্রে এবং দীর্ঘদিন ধরে মজুদ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্প্রে করা চালগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।