শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শাহজালালে দুর্ঘটনার শিকার ড্রিমলাইনার, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৭ জুন ২০২২, ০৫:০৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এবার বিমানের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনার শিকার হয়েছে। বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই বিমানটি পুশব্যাক করায় এর দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৪ নম্বর বোর্ডিং গেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং শাখা থেকে ব্যাখ্যা চেয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে একইদিন রাতে ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বিমানের প্রধান প্রকৌশলী কায়সার জামান এবং বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মেইন্টেনেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক (বর্তমানে এই পদে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন)। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিন বিকেলে বিমানটি ৪ নম্বর বোর্ডিং গেটে এসে থামে ও যাত্রী নামায়। আজ আর ফ্লাইট না থাকায় বিমানের দরজা বন্ধ করে বোর্ডিং ব্রিজ থেকে একে আলাদা করে পার্কিং পজিশনে নেওয়ার জন্য এটিকে পুশব্যাক করা হচ্ছিলো। এ সময় কিন্তু বিমানের দরজা বন্ধ না করে এবং বোর্ডিং ব্রিজের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়াই এটিকে পুশব্যাক করায় বিমানের দরজার সঙ্গে বোর্ডিং ব্রিজের সংঘর্ষ হয় । এর ফলে বোর্ডিং ব্রিজ ও বিমানের দরজা ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।

বর্তমানে ড্রিমলাইনারটিকে বিমানের হ্যাঙ্গারে রাখা হয়েছে বলে জানা গেছে।

শাহজালালের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বোর্ডিং ব্রিজ থেকে বিমান পৃথক করার সময় যেসব নিয়ম-কানুন মানতে হয়, সেগুলো মানা হয়নি। তারা প্লেনের দরজা ও বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই পুশব্যাক করেছে। এই ঘটনার বিষয়টি শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই।

ইত্তেফাক/জেডএইচডি