বাসের জানালা দিয়ে হাত বের করে রেখেছিলেন এক নারী যাত্রী। পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের ধাক্কায় ঐ যাত্রীর হাত কেটে বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল দক্ষিণ গেট এলাকায় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে। কেটে পড়া হাতটি পুলিশ উদ্ধার করলেও নারীর সন্ধান পাওয়া যায়নি।
স্হানীয়রা জানান, কালীগঞ্জ-যশোর সড়কের মোবারকগঞ্জ চিনিকল দক্ষিণ গেট এলাকায় কুষ্টিয়াগামী বাস থেকে ঐ নারী জানালা দিয়ে হাত বের করে। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের ধাক্কায় তার ডান হাত কেটে রাস্তায় পড়ে যায়। দ্রুতগামী বাসটি কালীগঞ্জ শহরের দিকে গেলেও যাত্রী ও বাসকে পাওয়া যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, তারা খবর পেয়ে যাত্রীবাহী বাসের খোঁজে কালীগঞ্জ শহরে গেলেও আহত নারীকে পাওয়া যায়নি এবং কেউ নারীকে হাসপাতালেও নিয়ে যায়নি। তবে শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া হাতটি মিলগেট এলাকায় রয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।