বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিরাজগঞ্জে রাস্তার পাশে ডাস্টবিন, দুর্ভোগে এলাকাবাসী

আপডেট : ২০ জুন ২০২২, ১৬:২৪

সিরাজগঞ্জের চরবনবাড়িয়া এলাকায় সড়কের পাশে দীর্ঘদিন ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারী। 

এলাকাবাসীর অভিযোগ, সিরাজগঞ্জ পৌর শহরের প্রতিদিনের ময়লা-আবর্জনা চরবনবাড়িয়া এলাকায় ফেলা হয়। বৃষ্টি হলে  ময়লার পানি রাস্তায় ছড়িয়ে পড়ায় আরও বেশি দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে রাস্তায় পথচারীদের দুর্ভোগ আরও বাড়ে।  এ অবস্থায় ময়লা-আবর্জনা  অন্যত্র ফেলার দাবি জানান এলাকাবাসী।

চরবনবাড়িয়া এলাকার বাসিন্দা আজমীর হোসেন বলেন, আমাদের এখান থেকে ময়লা-আবর্জনা অন্য স্থানে নেওয়া জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সবুর সেখ জানান, রাস্তার পাশে ময়লা-আবর্জনা রাখায় দুর্গন্ধে চলাচল করতে সমস্যা হচ্ছে।  

সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, এটি পৌরসভার ময়লা-আবর্জনা রাখার নির্দিষ্ট ও নিজস্ব স্থান। দুর্গন্ধমুক্ত রাখার জন্য জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা ব্যয় করা হয়। রাস্তায় কোনো ময়লা থাকলে পরিষ্কার করে দেওয়া হবে। 

 

ইত্তেফাক/ইউবি