রাজধানীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। আর গত একদিনে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গুতে মৃত্যু হওয়া ওই ব্যক্তি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন এসব রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৬ জন।