বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদ্মা সেতুর কল্যাণে মাওয়ায় নতুন বিনিয়োগ শুরু

আপডেট : ২৪ জুন ২০২২, ২০:০৬

শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধর পর রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের মাইলফলক হবে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুকে ঘিরে আশপাশ এলাকায় নতুন বিনিয়োগ শুরু হয়ে গেছে। গড়ে উঠছে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। সেতু চালু হওয়ার পর বিনিয়োগ আরও বহুগুণ বাড়বে। শিমুলিয়া ঘাটে ও মাওয়া পুরাতন ঘাটে পর্যটন কেন্দ্র হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।

পদ্মা সেতুর নিকটেই বাড়ি রিয়াজুল ইসলামের। তিনি জানান, পদ্মা সেতু হওয়াতে  এই এলাকার জমির দাম বহুগুণ বেড়ে গেছে।  সেতুর কারণে ঢাকা থেকে যোগাযোগে সময় ও ভাড়া দুটোই অনেক কম লাগবে। এখন মাওয়া ও তার আশপাশ এলাকার মানুষ প্রতিদিন যাতায়াত করে ব্যবসা-বাণিজ্য করতে পারবে।

মাহামুদুর হাসান বাবু জানান, পদ্মা সেতুতে জমি দেওয়ার পর অবশিষ্ট জায়গায় তিনি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করে আসছেন। এই এলাকার জীবনযাত্রার মান অনেক উন্নতি হয়েছে। পদ্মা সেতুর কল্যাণে আমাদের এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই এলাকা বর্তমানে আধুনিক উপশহরে পরিণত হয়েছে। অনেকে কলকারখানা ও ফ্যাক্টরি করার উদ্যোগ নিচ্ছেন।

ইত্তেফাক/ইউবি