গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে নওগাঁর মহাদেবপুর ও পোরশা উপজেলার সীমান্তের গুন্দইল ঘাটে মাত্র এক কিলোমিটার কাঁচা-পাকা রাস্তা বেহাল হয়ে পড়েছে।
দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার ২০ গ্রামের হাজার হাজার মানুষ। এতে পোরশা উপজেলার বোরাম, দেউলিয়া, মুর্শিদপুর, বিষইল, ফুলবাড়ী, কড়িদহ, চৈতারপাড়া, সিরাজপুর, ছাতাকাতকইল ও গুন্দইলসহ প্রায় ১৫টি গ্রামের মানুষকে শিশা বাজার হয়ে প্রায় ১০ কিলোমিটার রাস্তা ঘুরে জেলা সদরে যাতায়াত করতে হচ্ছে।
অন্যদিকে মহাদেবপুর উপজেলার মির্জাপুর, সাগরইল, গাহলী, হাতুড়, মহিষবাথানসহ বিভিন্ন গ্রামের মানুষ নানা প্রয়োজনে পোরশার মুর্শিদপুর ইউনিয়ন এলাকায় যেতে হলে ১০ কিলোমিটার ঘুরে যেতে হয়।
এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ বলেন, মহাদেবপুর উপজেলায় উপজেলা সড়কগুলোর মধ্যে এই একটি রাস্তারই সামান্য অংশ কাঁচা রয়েছে। অচিরেই ঐটুকু রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।
পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ মুঞ্জুর মোরশেদ চৌধুরী জানান, পোরশা উপজেলা অংশের গুন্দইল ঘাট পর্যন্ত রাস্তাটি পাকা করার জন্য স্হানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। তিনি অবিলম্বে এ সড়ক পাকা করার আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।