স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অংশীদার ও সাক্ষী হয়েছে উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহীর মানুষও। এ উপলক্ষ্যে শনিবার (২৫ জুন) রাজশাহীতে জেলা প্রশাসন, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে জেলা প্রশাসনের কর্মসূচিতে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ বিভাগীয়, জেলা, পুলিশ প্রশাসনসহ অন্যান্য সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের কর্মসূচিতে অংশ নেন।