সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত ১৫৫১ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে 'কুমিল্লা-৩৫০০' নামের এক সংগঠন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিজ কমিটির সদস্য সচিব ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি'র উদ্যোগে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবীর একটি দল গতকাল ২৪ জুন (শুক্রবার) বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ প্রদান করে।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, চিড়া, গুড়, বিস্কিট, খেজুর, আলু সহ আরো খাদ্যসামগ্রী সহ মোট সারে ১২ কেজি ওজনের ১৫৫১ প্যাকেট খাদ্যসামগ্রী এবং প্রত্যেক প্যাকেটের সাথে নগদ ২০০ টাকা করে প্রদান করা হয়। এছাড়া পানি বিশুদ্ধ করন ৮০০০ ট্যাবলেট, এন্টিবায়োটিক ৬০০০ ট্যাবলেট, শিশুদের জন্য কাশির ১৫০০ বোতল সিরাপ, পানি বাহিত রোগ প্রতিরোধী ৬০০০ ট্যাবলেট, খাবার স্যালাইন ১০০০০ প্যাকেট সহ বিভিন্ন মূল্যবান ঔষধ সামগ্রী, মোমবাতি ৩০০০ পিস, দিয়াশ লাইটার ১৫০০ পিস বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করা হয়। তার মধ্যে ছাতকের শিংচাপইর ইউনিয়নের ৩০০ পরিবার, জাউয়া ইউনিয়নের ৩০০ পরিবার, দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নে ৭টি গ্রাম ও ৩ টি আশ্রয়ন কেন্দ্রে ৬০০ পরিবার ও সুনামগঞ্জের সদর উপজেলার সীমান্তবর্তী রঙ্গারচর ইউনিয়নে ৩৫১ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
সাইফুল আলম রনি বলেন, মানবতার কোনো বাউন্ডারি নাই তাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার প্রিয় কুমিল্লাবাসীর পক্ষ থেকে এই ত্রাণ নিয়ে এসেছি। এমন দুর্যোগ মুহূর্তে সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সবাইর এগিয়ে আশার আহবান করছি।