শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পরমাণু আলোচনা আবারও শুরু করতে সম্মত ইরান–ইইউ

আপডেট : ২৬ জুন ২০২২, ১৫:১৭

আবারও পরমাণু আলোচনা শুরুর ব্যাপারে সম্মত হয়েছে ইরান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের তেহরান সফরকালে দুই পক্ষ এই বিষয়ে সম্মত হয়েছে। গত মার্চে স্থবির হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা আবারও চালুর বিষয়েও আলোচনা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়ে, শনিবার (২৫ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং জোসেফ বোরেল এক যৌথ সংবাদ সম্মেলনে তারা নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দেন। দুই পক্ষের নেতার মধ্যে ‘দীর্ঘ তবে ইতিবাচক’ আলোচনার পর তারা ইইউয়ের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরুর ব্যাপারেও একমত হয়েছেন। 

সংবাদ সম্মেলনে হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘ইরানের জন্য যে বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো—মূল পরিকল্পনার আওতায় ইরানের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘ঘটনা যাই হোক আমরা এমন কোনো শর্তে রাজি হব না যাতে ইরানের অর্থনীতি এবং ইরান সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ 

এ সময় বোরেলও তার কথায় সায় দিয়ে আলোচনা থেকে ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এই আলোচনা সফল হলে ইরান এবং বিশ্ব উভয়ই উপকৃত হবে।’ 

বোরেল আরও জানান, আলোচনা সফল হলে ইইউ যখন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে তখন তিনি আবারও ইরান সফরে আসতে চান।

ইত্তেফাক/টিআর