দেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফর জানিয়েছে, বর্তমানে ১১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৯ জন ঢাকার বাইরে। এ পর্যন্ত মোট ৮৫৪ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং চলতি বছরে ডেঙ্গুতে একজন মারা গেছেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৯ জনে।