চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের আদেশ অমান্য করে চলাচল পথ বন্ধ করে ঘর নির্মাণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে মামলার বাদীপক্ষকে। সোমবার (২৭ জুন) উপজেলার কালীপুর ইউনিয়নের জঙ্গল গুনাগরী এলাকায় চলাচল পথ নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে সিনিয়র সহকারী জজ আদালতে দায়েরকৃত মামলার বাদী সুবল নাথকে এ জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল গুনাগরী এলাকার সুবল নাথ গংয়ের সঙ্গে রেজাউল হক চৌধুরী প্র. গিয়াস উদ্দিন চৌধুরী গংয়ের মধ্যে চলাচল পথ নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এ বিষয়ে সুবল নাথ গং বাদী হয়ে রেজাউল হক চৌধুরী গং এর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে একটি নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার ওসি (তদন্ত) এসএম আরিফুর রহমান বলেন, চলাচল রাস্তায় ঘর নির্মাণ করায় মূলত বিরোধের সৃষ্টি হয়। ঘটনাটি আরো অধিকতর তদন্ত করা হচ্ছে।