দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর আবারও মাঠে নামার অপেক্ষায় তাসকিন আহমেদ। সবকিছু ঠিক থাকলে আগামী ২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বল হাতে দেখা যাবে তাকে। এরই মধ্যে দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন। কথা হয়েছে বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গেও।
তাসকিনের বোলিংয়ের মূল শক্তি গতি ও আগ্রাসী বোলিং। চোট থেকে ফিরলেও ডোনাল্ডের চাওয়া তাসকিন তার এই মনোভাব ধরে রাখুক। এ থেকে যেন বের হয়ে আসার চিন্তা না করে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ঢাকা এক্সপ্রেস।
তাসকিন আহমেদ বলেন, ‘আল্লাহর রহমতে খুব ভালো লাগলো যে প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি একটা অনুশীলন সেশন করলাম- বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবই। শুরুতে জড়তা থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে।’
পেস বোলিং কোচ ডোনাল্ডের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ওকে বলেছিলমান যে চোট থেকে ফিরেছি, এখন আমার দায়িত্ব কী হবে? ও বললো, তুমি যে টাইপের বোলার, তোমার কাজ হচ্ছে ফাস্ট এ্যান্ড এগ্রেসিভ। কিছু সময় রান দেবে, কিছু সময় উইকেট নিয়ে ম্যাচ জেতাবে। কিন্তু দায়িত্ব থেকে কখনো নিজেকে সরাবা না। দিন যত যাবে রিদম আরও ভালো হবে।’