চীন সরকার এখন ইন্টারনেটে স্বচ্ছ, বিশুদ্ধ ও আইনি বিষয়বস্তু প্রচারের ওপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে দেশটি লাখ লাখ লাইভ-স্ট্রিমারের ওপর 'খড়গ' আরোপ করেছে যেন তারা চীনা কমিউনিস্ট পার্টির সমালোচনা করে না।
এছাড়া নতুন নির্দেশনায় দেশটির ১৮ বছরের কম বয়সী শিশুরা কীভাবে তাদের লাইভ স্ট্রিমিং পরিষেবাগুলো ব্যবহার করে তা কঠোরভাবে নিরীক্ষণ করা হবে। প্ল্যাটফর্মগুলোকে অভিভাবকদের সঙ্গে পরামর্শ না করে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের লাইভ স্ট্রিমার টিপিং বা লাইভ স্ট্রিমার হওয়া থেকে বিরত রাখতে বলা হয়েছে।
তবে দেশটির ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন প্রশাসনের জারি করা নির্দেশিকায় সবচেয়ে বিতর্কিত হচ্ছে, ইন্টারনেট লাইভ শোগুলো স্থানীয় সময় রাত ১০ টার মধ্যে 'জোরপূর্বক' বন্ধ করতে হবে।
দেশটিতে লাইভ স্ট্রিমাররা ইন্টারনেটে ভাষ্যকার এবং মতামত প্রস্তুতকারীদের একটি নতুন শ্রেণি। চীনে এর সংখ্যা লাখ লাখ এবং সেগুলো অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।