বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টেকনাফে আইস ও ইয়াবা জব্দ, আটক ১

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০২:১৫

টেকনাফে বুধবার (৬ ভোর রাতে এক কেজি ৫৫ গ্রাম আইস, ১০ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে ২ বিজিবির সদস্যরা। আটক যুবকের নাম মো. ফোরকান (২৫)। সে উপজেলার হ্নীলা ইউনিয়ন দরগাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। হ্নীলা বেড়ি বাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন খবরের ভিত্তিতে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও হ্নীলা বিওপির বিজিবির টহলদল হ্নীলা অবরাং পোস্টের পাশে নাফ নদীর বেড়ি বাঁধে অবস্থান নেয়। ঐ যুবক একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে এসে বেড়ি বাঁধের ওপরে দুই জন লোককে একটি প্যাকেট দিচ্ছিল। এ সময় বিজিবির টহল দল ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে দুই জন পালিয়ে গেলেও ঐ যুবককে আটক করে। তার কাছ থেকে এক কেজি ৫৫ গ্রাম আইস, ১০ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক যুবক এবং পলাতক অপর দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম