মানিকগঞ্জে ১২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানার মানরা গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী কালু ও মৃত হাসেমের ছেলে মো. সালামকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গতকাল বুধবার সকালে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়। মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর বান্দুটিয়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে হেরোইনসহ দুই জনকে আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ধৃত আসামি মোহাম্মদ আলী ওরফে কালুর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে।