শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যে নীতিতে করোনাকে নিয়েই জীবনযাপনের দিকে চীন 

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৯:৪৭

চীনে ফের বেড়েই চলেছে করোনার সংক্রমণ। দেশটিতে এখনো করোনার কারণে কোটি কোটি লোক লকডাউনের আওতায়। তবে দেশটির জনগণ একপ্রকার করোনা নিয়েই জীবনযাপনের দিকে এক ধাপ এগিয়েছে।  

গত সপ্তাহে, দেশটি তার বাধ্যতামূলক ভ্রমণ ট্র্যাকিং অ্যাপে একটি ব্যক্তিগত ঝুঁকি সূচক অপসারণ করে অভ্যন্তরীণ ভ্রমণের জন্য তার কোয়ারেন্টাইন সময়কে অর্ধেক করে দিয়েছে, অভ্যন্তরীণ চলাচল সহজ করেছে।

দেশটি অনেক আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার অনুমতি দিয়েছে এবং দেশব্যাপী নীতিমালার ওপরে অতিরিক্ত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ না করার জন্য স্থানীয় সরকারকে সতর্ক করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব নীতি দেশটির  'প্রগতিশীল শূন্য' কোভিড-১৯ কৌশলের অংশ। চীন সাংহাইয়ের কঠোর লকডাউন থেকে এই শিক্ষাগুলো নিয়েছে। 

 

ইত্তেফাক/এসআর