শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিরসরাই ট্র্যাজেডি: চোখের জলে নিহতদের স্মরণ

আপডেট : ১১ জুলাই ২০২২, ১৮:১২

মিরসরাই ট্র্যাজেডির ১১ বছর পরও অশ্রুসিক্ত নয়নে নিহতদের স্মরণ করলেন স্বজনরা। সোমবার (১১ জুলাই) সকাল ১১ টায় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ -এ ফুল দিয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন সংগঠন।

এ বছর কর্মসূচি হিসেবে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কোরখানি, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষ থেকে প্রথমে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ও  পরে  ‘আবেগ’ -এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, আবুতোরাব উচ্চ বিদ্যালয়, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগ।

নিহত শিক্ষার্থীরা

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদ উর রহমান সুমু, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিহির কান্তি নাথ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞাপন প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার,  উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ মঈন উদ্দিন, সদস্য নুরুল গনি, আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল, প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ।

২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে ৪২ শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হন।

মিরসরাই ট্র্যাজেডিতে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার দুইজন, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের দুইজন শিক্ষার্থী ছিল। এছাড়া এক অভিভাবক, দুইজন ফুটবলপ্রেমী যুবকসহ ৪৫ জনের মৃত্যু হয়।

ইত্তেফাক/ইউবি