রোববার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হোমনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৩:১৭

হোমনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার সকালে উপজেলার বাবরকান্দি গ্রামের মো. ইব্রাহিম খলিলের ছেলে আবদুর রহমান (৪) বাড়ির পাশের খালের পানিতে ডুবে এবং মঙ্গলবার বিকেলে হোমনা সদরের পশ্চিমপাড়ার সুমন মিয়ার স্কুল পড়ুয়া শিশু আয়ান (৭) তিতাস নদীতে ডুবে মারা যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান সকালে বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু। পরে স্থানীয়রা খালে তার লাশ ভাসতে দেখে। এরপর সেখান থেকে উদ্ধার করে সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে স্কুলছাত্র আয়ান মঙ্গলবার দুপুরে তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে বিকালে স্থানীয়রা পানির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে ঐ দুই শিশু মারা যায়। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম