করোনাভাইরাস পজিটিভ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ওই রোগীর মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ব্যক্তি করোনা পজিটিভ অবস্থায় হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে রামেক করোনা ইউনিটে করোনা পজিটিভ একজন এবং করোনার উপসর্গ নিয়ে দুইজনসহ তিনজন ভর্তি আছেন। অন্যদিকে বুধবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।