বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৈয়দপুরে ভোজ্য তেলের দাম কমেনি

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৮:৪৭

সরকার ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করে দিলেও নীলফামারীর সৈয়দপুরের বাজারে তার কোনো প্রভাব নেই। ব্যবসায়ীরা আগের বাড়তি দামেই তেল বিক্রি করছেন বলে অভিযোগ করেন ক্রেতারা। 

খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে কমানো দাম কার্যকর না হওয়ায় তাদের বেশি দামে তেল কিনতে হচ্ছে। 

আর পাইকারি বিক্রেতারা বলছেন, আগের কেনা তেল বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

জানা যায়, সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮৫, পাঁচ লিটারের বোতল ৯১০, খোলা সয়াবিনের লিটার ১৬৬ ও পাম অয়েলের দাম ১৪৮ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু উপজেলার পাইকারি ও খুচরা বাজারে তার প্রতিফলন নেই। 

শহরের রেলওয়ে কারখানা গেটবাজারে আসা স্কুলশিক্ষক রাজিয়া সুলতানা বলেন, টিভিতে তেলের দাম কমার বিষয়টি নিশ্চিত হয়ে তেল কিনতে এসেছিলাম। কিন্তু এসে দেখি আগের দামেই বিক্রি হচ্ছে। 

শহরের ইসলামবাগ শেরু হোটেল এলাকার খুচরা বিক্রেতা মতিউর রহমান বলেন, আগের দামে কেনা, তাই আগের দামেই বিক্রি করতে হচ্ছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারীর উপ-সহকারী পরিচালক শামসুল আলম বলেন, শিগ্গির বাজারে অভিযান পরিচালনা করা হবে। 

ইত্তেফাক/এআই