মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চট্টগ্রামে করোনায় আরও ৪০ আক্রান্ত 

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১১:৫২

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন ৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত নতুন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রবিবার (২৪ জুলাই) চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৪০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩২ জন ও সাত উপজেলার ৮ জন রয়েছেন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৩৫৯ জনে।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ইত্তেফাক/এমআর