বুলবুল আহমেদ নামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার (২৫ জুলাই) রাতে তাকে রক্তাক্ত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বুলবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, বুকের বাম পাশে ছুরিকাঘাতে ঐ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে কয়েকজন শিক্ষার্থী উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কে বা কারা শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে—এ বিষয়ে কোনো এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সহকারী প্রক্টর। তবে সহপাঠীদের দাবি, বুলবুল গাজীকালুর টিলায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে।