বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবিতে উপস্থিতি ৮৯ শতাংশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৪:৩৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছের ‘এ’ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৯ শতাংশ।  

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল সাড়ে ৩টায় আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সায়েদ আরফিন খাঁন। 

পরীক্ষা দিতে আসা এক অভিভাবক জানান, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় যাতায়াত ও আর্থিকভাবে অনেক লাভবান হয়েছি। এতে আমাদের সময় ও কষ্ট লাঘব হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে।

এছাড়া পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কেন্দ্র যেতে সহযোগীতা ও যানযট নিরসনে কাজ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।  

প্রসঙ্গত, আগামি ৩ মে মানবিক ‘বি’ ও ১০মে ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/এআই
 
unib