বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন অধ্যাপক শাহিদুল হক

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৫:৩৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক। মোহাম্মদ শহিদুল হক অধ্যাপক ড. মো. মাজহারুল হাসান মজুমদারের স্থলাভিষিক্ত হয়েছেন।  

জানা যায়, নানা অনিয়ম, অপকর্ম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ না করার অভিযোগ তুলে পদত্যাগের আল্টিমেটাম দেয় অনুষদটির শিক্ষার্থীরা। তবে তিনি গত সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিনের পদ থেকে পদত্যাগ করেন। 

এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ড. মোহাম্মদ শহিদুলের নিয়োগ প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়। 

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। 

নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল হক বলেন, বড় দায়িত্ব। ভালো লাগছে। এই জন্য আমি প্রথমেই জুলাই বিপ্লবে যারা শহিদ ও আহত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চেষ্টা করব আমার অনুষদের শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের সহযোগিতা কামনা করছি।

জানা যায়, অধ্যাপক শহিদুল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে হিসাববিজ্ঞান বিষয়ে ২০০০ সালে বিবিএস(সম্মান) ও ২০০২ সালে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর ২০০৪ সালে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। 

ইত্তেফাক/এআই
 
unib