রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

পঞ্চগড়ে পুকুরে পড়ে ভাইবোনের মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০২:৪৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সোমবার সন্ধ্যায় পুকুরের পানিতে পড়ে ভাইবোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো—মজিবর রহমান (৮) ও হাবিবা (৬)| উপজেলার শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ঐ ইউনিয়নের নালাগছ এলাকার আব্দুল হান্নানের সন্তান।

তেঁতুলিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, আব্দুল হান্নান নতুন করে বাড়ি করার জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে আসছিলেন। তার সঙ্গে মজিবর ও হাবিবা যাওয়ার জন্য বায়না ধরে। পরে তাদের নিয়েই ইট আনা-নেওয়া করছিলেন তিনি। এক পর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যসহ অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ঐ পুকুরের পানিতে নেমে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন