শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশা চালকের

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১২:১২

রাজধানীর সবুজবাগের খিলগাঁও ফ্লাইওভারের ঢালে ট্রাকের ধাক্কায় মো. হালিম বেপারী (৫২) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে সবুজবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, ওই অটোরিকশা চালক গুরুতর আহত হয়ে রাস্তার পড়ে আছেন। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/কেকে