চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১০ দশমিক ৮৯ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ আগস্ট) চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এতে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে ১৭ জনের শরীরে করোনা সনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫৫৭ জনে।