নিয়ামতপুরে ইতিমধ্যে প্রায় ৮৫ শতাংশ জমিতে আমনের চারা রোপণ সম্পন্ন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটটি ইউনিয়নে চলতি মৌসুমে উচ্চফলনশীল জাতের হাইব্রিড ও স্থানীয় জাতেরসহ মোট ২ হাজার ৯০০ ৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় এবার আষাঢ় ও শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে তুলনামূলক কম বৃষ্টি হওয়ায় সেচব্যবস্থার মাধ্যমে অনেক কৃষক আমনের চারা রোপণ করেছেন। তবে গত কয়েক দিনের বৃষ্টিতে সব জমিতে পানি জমে থাকায় কৃষকেরা হালচাষ করেন। ইতিমধ্যে চারা রোপণ সম্পন্ন হয়েছে, যা প্রায় ৮৫ শতাংশ। চলতি সপ্তাহের মধ্যে উপজেলায় আমন ধানের চারা রোপণ শেষ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান বলেন, চলতি মৌসুমে উপজেলায় বৃষ্টিপাত কম হওয়ায় অনেক কৃষক সেচ পাম্পের মাধ্যমে সেচ দিয়ে চারা রোপণ করেছেন। তবে এখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, তাই সেচ পাম্পের মাধ্যমে জমিতে আর সেচ দিতে হচ্ছে না। চলতি মৌসুমে ধানের দাম বেশি পাওয়ায় আমন চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা।