নওগাঁর মহাদেবপুরে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বস্তা প্রতি (৫০ কেজি) ১০০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে যে চাল ২ হাজার ৮০০ থেকে ২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে, সে চাল এখন ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার টাকা বস্তা বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য বছর চাল আমদানির ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে চালের দাম কমে যেত। এবার ভারত থেকে চাল আমদানির পরও বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি।
চাল কল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান আলী বলেন, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে। অন্য দিকে জ্বালানি সাশ্রয়ের জন্য বিদ্যুতের লোডশেডিং দেওয়ায় বৃহৎ এ মোকামে চাল উত্পাদন ব্যাহত হচ্ছে। এতেও চালের দাম বাড়ছে।